নির্বাচনের ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার সেনাপ্রধানের


প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ জুলাই ২০১৫

মিয়ানমারের ক্ষমতাধর সেনাপ্রধান নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় যুগান্তকারী নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানানোর অঙ্গীকার করেছেন। সেই সঙ্গে তাকে প্রেসিডেন্ট হবার আহ্বান জানানো হলে শীর্ষ পদটি গ্রহণের বিষয়টিকেও তিনি উড়িয়ে দেননি।

জেনারেল মিন অং হাইং বিবিসিকে দেয়া এক সাক্ষতকারে বলেন, ‘যারাই ন্যায্যভাবে জয়লাভ করুন না কেন আমি ফলাফলের প্রতি সম্মান জানাবো। সোমবার তার এ মন্তব্যটি সম্প্রচার করে বিবিসি।

এ সময় তিনি আরো বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেই আমার বিশ্বাস। এটাই আমাদের প্রত্যাশা। যে কোন উপায়ে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ।’

মিয়ানমারে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দেশটিতে কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে অবাধ নির্বাচন হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।