রাজন হত্যা : সর্বশেষ আসামি হায়দার গ্রেফতার


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৭ জুলাই ২০১৫
ফাইল ছবি

শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সর্বশেষ তালিকাভুক্ত আসামি আলী হায়দার ওরফে আলীকে (৩৭) ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরতলীর কুমারগাঁয়ের শেখপাড়া থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে মামলার প্রধান আসামিসহ পাঁচ জনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।

গ্রেফতারকৃত হায়দার কুমারগাঁয়ের শেখপাড়ার বাসিন্দা। এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় তালিকাভুক্ত চারজনসহ আট জনকে গ্রেফতার করা হলো।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ও গণমাধ্যম) মো. রহমত উল­াহ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। মরদেহ গুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। পরে মুহিতকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করেন রাজনের বাবা।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।