রাজধানীর ৫৬৮ স্থানে ৬৫২ ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন মুসল্লিরা। দুই সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য মতে, রাজধানীতে ৫৬৮টি স্থানে ৬৫২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ডিসিসি দক্ষিণ সূত্র জানায়, ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন এ নামাজে ইমামতি করবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো কারণে প্রধান জামাতে খতিব ইমামতি করতে না পারলে বিকল্প ইমাম হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মূল ক্বারি থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারি মাওলানা হাবিবুর রহমান, তার বিকল্প থাকবেন বাংলাদেশ বেতারের সিনিয়র ক্বারি মো. এমদাদুল ইসলাম। মূল উপস্থাপক হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সাবেক পরিচালক মাওলানা এ টি এম ইনামুল হক। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক এসএম সালাহ উদ্দীন থাকবেন বিকল্প উপস্থাপক।
এদিকে, বায়তুল মুকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররম মসজিদে সকাল সাতটা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। এরপর আটটায় দ্বিতীয় জামাত, ৯টায় তৃতীয় জামাত, চতুর্থ জামাত ১০টায় ও সর্বশেষ পঞ্চম জামাত ১১টায় অনুষ্ঠিত হবে।
সকাল আটটায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।
ঈদুল ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল আটটায় এবং শহীদুল্লাহ হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
রাজারবাগে পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল আটটায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত ৯টায় ও ১০টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। এছাড়া রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা খেলার মাঠে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির উদ্যোগে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বড় মগবাজার শাহনূরী জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল আটটায় অন্যটি সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে। মোহাম্মদপুরের শেখের টেকের পিসিকালচার হাউজিং সোসাইটি জামে মসজিদে সকাল পৌঁনে ৭টায় এবং সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় দুটি জামাত হবে। প্রথমটি সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয়টি সাড়ে ৯টায়। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটা ৪৫ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, ওয়ারী লারমিনি স্ট্রিট শহীদ জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুণ মোল্লা ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ, হাজারীবাগ ভাগলপুর জামে মসজিদে।
অপরদিকে ধানমন্ডি ঈদগাহ ময়দান, গেন্ডারিয়া ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব ময়দান, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, নয়াপল্টন জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, উত্তরা পাঁচ নম্বর সেক্টর-সংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লক ঈদগাহ মাঠ, বাসাবো খেলার মাঠ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, সায়দাবাদের চিশ্তিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ, লালমোহন সাহা স্ট্রিট চিনি ঠিকরা জামে মসজিদ, ভজহরী সাহা স্ট্রিট শহীদ জামে মসজিদ, লালমোহন সাহা স্ট্রিট পুকুর পাড় জামে মসজিদ, নারিন্দা জরীপ বেপারী জামে মসজিদ, ওয়ারী ফোল্ডার স্ট্রিট নুর জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
আরএম/এসকডি/পিআর