টাইগারদের সামনে রেকর্ডের হাতছানি


প্রকাশিত: ১০:০০ এএম, ১৪ জুলাই ২০১৫

আর মাত্র একটা ম্যাচ জিতলেই নতুন রেকর্ড গড়বে মাশরাফি বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের ওয়ান্ডেতে ১-১ সমতা রয়েছে এখন। প্রথম ওয়ানডের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তাতে আশার মাত্রা আরও বহুগুণ বেড়ে গিয়েছে বুধবারের সিরিজের শেষ ম্যাচকে ঘিরে। আত্মবিশ্বাসে ভরপুর মাশরাফির দল। দেশের মাটিতে পর পর নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারতকে যে দুরমুশ করেছে তাঁরা, প্রোটিয়াদের সেই পথই দেখানোর জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলাদেশ।

অন্য দিকে, প্রোটিয়ারাও যে শেষ ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ওই নামবে সেটা বলাইবাহুল্য। কিন্তু এতে দমতে নারাজ সাকিবরা। দ্বিতীয় ওয়ানডে-তে যে ভাবে চোখে চোখ রেখে প্রোটিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ‘বাঘের বাচ্চারা’ তা প্রশংসার যোগ্য।

মর্যাদা রক্ষার লড়াইয়ে সোমবারই চট্টগ্রামে পৌঁছে গিয়েছেন মাশরাফি-সৌম্যরা। বাংলাদেশিদের এই মুহূর্তে একটাই  চাওয়া `প্রোটিয়া হারাও, সিরিজ পাও`।

এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।