হিমালয়ের নান পর্বতশৃঙ্গের চূড়ায় তিন বাংলাদেশি
জম্মু কাশ্মীরের অন্তর্গত পাঞ্জাবে হিমালয়ের নান পর্বতশৃঙ্গের সাত হাজার ১৩৫ মিটার উঁচুতে আরোহণ করেছেন তিন বাংলাদেশি তরুণ। তারা হলেন, ঢাকার অ্যাডভেঞ্চার ক্লাব কেওক্রাডং এর মুনতাসির মামুন ইমরান, রিফাত হাসান ও অসীম কুমার মণ্ডল। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ইমরান।
এছাড়াও এই অভিযানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের সংগঠন মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগরের (এমএকে) একটি দল। যার নেতৃত্বে আছেন বসন্ত সিংহ। তার নেতৃত্বে থাকা অন্যান্য ভারতীয় পর্বত আরোহীরা হলেন- বিশ্বনাথ সাহা, রোহিত মজুমদার ও কৌশিক।
শুক্রবার পর্বতারোহীদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্র জানা যায়। বার্তায় বসন্ত সিংহ বলেন, পর্বতারোহীরা ৭ জুলাই নান পর্বতশৃঙ্গের সাত হাজার মিটার উঁচুতে আরোহণ করেন। বর্তমানে তাদের সবাই সুস্থ আছেন। তারা শিগগিরই দিল্লি হয়ে কলকাতায় ফিরবেন।
ওই বার্তায় বলা হয়, এমএকে এবং কেওক্রাডংয়ের এটা দ্বিতীয় যৌথ অভিযান। ২০০৬ সালে ভারতের উত্তরখণ্ডের ঘরওয়াল হিমালয়ের রুবালকাং পর্বতশৃঙ্গের ছয় হাজার ১৮৭ মিটার উঁচুতে আরোহন করেছিল দল দুটি।
উল্লেখ্য, হিমালয়ের জোড়া পর্বতশৃঙ্গ কান ও নান। নানের উচ্চতা সাত হাজার ১৩৫ মিটার আর কানের উচ্চতা সাত হাজার ৭৭ মিটার।
এসএইচএস/আরআই