পরিবেশ রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১২ জুলাই ২০১৫

পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজের নয়, বরং দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করছে সরকার।
তিন বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশে বন ভূমির পরিমাণ ছিল ৯ শতাংশ। ২০১৫ তে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ তে। সরকারের লক্ষ্য এই পরিমাণকে ২৫ শতাংশে নিয়ে যাওয়া।

শেখ হাসিনা বলেন, `রাজধানীর গুলশান এলাকায় সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ শ্রেণির লোকজন বসবাস করেন। কিন্তু তাদের বাড়িগুলো যখন তৈরি করেন তখন স্যুয়ারেজ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করেন তা মোটেই পরিবেশ সম্মত না। এই বিষয়গুলো কেউ খেয়াল করেন না।`

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ  রক্ষায় উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত অর্থ তা সব সময় পাওয়া যায় না। তাছাড়া উন্নয়নের জন্য অন্যের সহযোগিতা নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

শেখ হাসিনা বলেন, `জনগণের কল্যাণে কাজ করলে দেশকে উন্নত করা যায় তা আমরা ইতোমধ্যে প্রমাণ করতে পেরেছি। একসময় বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে আমাদের যে যন্ত্রণা দিয়েছে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি।`

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং বৃক্ষ রোপণে যারা অবদান রেখেছেন এমন ৩০ জনের হাতে পদক এবং সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।