সিদ্ধিরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা : আটক ১
সিদ্ধিরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে নাঈম (১৯) নামে এক পোশাক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লিটন হাওলাদার নামে একজনকে আটক করেছেন।
এর আগে শনিবার বিকালে নাঈম ও তার মাকে বাসা থেকে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় ডেকে এনে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী প্রথমে তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে ভর্তি করে। নাঈমের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত নাঈমের মা ঝর্ণা বেগম জানায়, তাঁতখানা এলাকার শিল্পপতি আতাউর রহামনের নির্দেশে যুবলীগ নেতা আমির হোসেন, ওই শিল্পপতির বোন জামাই সাইফুল ইসলাম, তার স্ত্রী সামসুন্নাহার, শিল্পপতির ছেলে আলী আহমেদ ও আলী আক্কাছ এবং আটক লিটন হাওলাদার মোবাইল চুরির অভিযোগে নাঈম ও তার মাকে বাসা থেকে ডেকে আনেন। পরে সিদ্ধিরগঞ্জের তাঁতখানায় নান্নু স্টোর নামে একটি দোকানের সামনে নাঈমকে বেধড়ক মারধর করে।
এদিকে, ছেলেকে বাঁচাতে মা ঝর্না বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। এসময় তাদের হাতে পায়ে ধরলেও নির্দয়ের মতো তারা মা ও ছেলেকে মারতে থাকে বলে জানায় ঝর্ণা বেগম। এ ঘটনায় নিহত নাঈমের মা ঝর্ণা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ লিটন হাওলাদার নামে একজনকে আটক করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
হোসেন চিশতী সিপলু/এসএস/পিআর