তিকরিত হত্যাকাণ্ড নিয়ে আইএস`র নতুন ভিডিও প্রকাশ


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১২ জুলাই ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা ২০১৪ সালে ইরাকের তিকরিত হত্যাকাণ্ড নিয়ে নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই বছরের জুন মাসে তিকরিতে চালানো ব্যাপক হত্যাকাণ্ড নিয়ে শনিবার এ ভিডিও ফুটেজ  প্রকাশ করে আইএস। এএফপি’র এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, তিকরিতের কাছে স্পিচার সামরিক ঘাঁটিতে সেনা নিয়োগকালে আইএসের বন্দুকধারীরা ১৭ শ` লোককে ধরে নিয়ে যায়। এসব লোককে বিভিন্ন স্থানে নিয়ে হত্যা করে। এছাড়া প্রেসিডেন্টের পুরনো প্রাসাদ ভবনেও অধিকাংশকে হত্যা করা হয়। ২২ মিনিটের ভিডিও ফুটেজে শত শত লোককে নৃশংসভাবে হত্যার দৃশ্য দেখানো হয়। ভিডিওতে অনেকেই তাদের প্রাণ ভিক্ষার জন্যে আইএসের কাছে আকুতি জানায়।
 
উল্লেখ্য, সরকার ও তার মিত্র বাহিনী আইএসের কাছ থেকে তিকরিতের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে কবর খুঁড়ে প্রায় ৬ শ` লাশ উদ্ধার করা হয়। কিন্তু আইএস অধিকাংশের লাশ টাইগ্রিস নদীতে ফেলে দেয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২৪ জনকে বাগদাদের এক আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ার চারদিন পর এ ভিডিও প্রকাশ করলো আইএস।

এসআইএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।