বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১১ জুলাই ২০১৫

বিপদে-দুর্যোগে নারী ও শিশুকে প্রাধান্য দেয়ার প্রত্যয় নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচি মধ্য দিয়ে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং এনজিওগুলো দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে।’ দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ হয়।

দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার সভায় বক্তৃতা করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী সমাজে নারী নির্যাতন ও জন্মনিয়ন্ত্রণে মসজিদের ঈমামসহ সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা ছাড়াও সারাদেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালন জানিয়েছেন জাগো নিউজের প্রতিনিধিরা। বরিশাল প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে নগরীতে একটি র‌্যালি বের করা হয়। এরপর অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

নরসিংদী সংবাদদাতা জানান, পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সংবাদদাতা জানান, জেলার মুকসুদপুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মেহেরপুর সংবাদদাতা জানান, জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সংবাদদাতা জানান, সদর উপজেলা পরিষদের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি ও পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সংবাদদাতা জানান, জেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।