বাড়ি ফিরছেন নায়করাজ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ জুলাই ২০১৫

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক এখন ভালো আছেন। তার শারিরীক অবস্থা বেশ স্বাভাবিক। আর একটু ভালো বোধ করলে কিংবদন্তি এই নায়ককে দুই-এক দিনের মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই তথ্য জানালেন রাজাক পুত্র সম্রাট।

সম্রাট গণমাধ্যমগুলোকে বলেন, ‘বাবা এখন সবার দোয়া আর আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। বৃহস্পতিবার দুপুরে তার ভেন্টিলেশন মাস্ক ও লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে।’

তিনি আরো জানালেন, নায়করাজ সবার কথা বলছেন। সবার খোঁজ খবরও নিয়েছেন।

সম্রাট জানান, আর একটু ভালো বোধ করলে ও চিকিৎসকরা বললে দুই-এক দিনের মধ্যে নায়করাজকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।