বাড়ি ফিরছেন নায়করাজ
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক এখন ভালো আছেন। তার শারিরীক অবস্থা বেশ স্বাভাবিক। আর একটু ভালো বোধ করলে কিংবদন্তি এই নায়ককে দুই-এক দিনের মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই তথ্য জানালেন রাজাক পুত্র সম্রাট।
সম্রাট গণমাধ্যমগুলোকে বলেন, ‘বাবা এখন সবার দোয়া আর আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। বৃহস্পতিবার দুপুরে তার ভেন্টিলেশন মাস্ক ও লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে।’
তিনি আরো জানালেন, নায়করাজ সবার কথা বলছেন। সবার খোঁজ খবরও নিয়েছেন।
সম্রাট জানান, আর একটু ভালো বোধ করলে ও চিকিৎসকরা বললে দুই-এক দিনের মধ্যে নায়করাজকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এলএ