কোপা আমেরিকায় মেসির নতুন রেকর্ড (ভিডিও)


প্রকাশিত: ০৮:২২ এএম, ০১ জুলাই ২০১৫

প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে স্কোরশিটে দলের সেরা তারকা লিওনেল মেসির নাম নেই। নিজে গোল না করলেও দলের ছয় গোলের তিনটিতেই সহায়তা করে কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে
৩টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

এ ছাড়া কোপার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৩টি অ্যাসিস্ট করলেন মেসি। এর আগে ১৯৯৭ সালে টুর্নামেন্টের ফাইনালে বলিভিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ব্রাজিলের ডেনিলসন পেরেইরা।
সেবারের ফাইনালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। আর দলের তিনটি গোলেই সহায়তা করেছিলেন মিডফিল্ডার ডেনিলসন।

এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।