মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্র-উড়িষ্যা উপকূলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ বিরাজ করছে। এর ফলে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া শনিবার ভোর থেকে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও মংলা সমুদ্র বন্দরের উপর দিয়ে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দর চ্যানেল ও জেটিতে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা নৌকা-ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।