ধোনিদের আত্মতুষ্টির মাশুল


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২২ জুন ২০১৫

ভারতকে টানা দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সঙ্গে এটাই টাইগারদের প্রথম সিরিজ জয়। বাংলাদেশ হেসে খেলেই ভারতের বিরুদ্ধে ছয় উইকেটের জয় তুলে নেয়। এই সিরিজ নিয়ে প্রথম থেকেই ব্যাপক আলোচনা হয়েছে দুদেশের সমর্থকদের মধ্যে। বিশেষ করে প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারতীয় দলের সমালোচনায় মেতেছে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছে সে দেশের সমর্থকরা।

এই ম্যাচের শুরু থেকেই কথা হচ্ছিল বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের পরাজয় ও সেই ম্যাচে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে, অনেকেই বলেছেন এটা প্রতিশোধের সিরিজ। র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা দল বাংলাদেশের মতো একটি নিচের দিকের দলের কাছে টানা দুই ম্যাচ হারার পর এখন দেশটিতে কী প্রতিক্রিয়া? পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য বলছিলেন, ভারত দল প্রথমে মনে করছিল তারা বাংলাদেশে আসবে খেলবে জিতে চলে যাবে। ভট্টাচার্য জানান, সেদেশে সবাই এখন বলতে শুরু করেছে আত্মতুষ্টির মাশুল দিয়েছে ধোনিরা এবং সেটা ভালো হয়েছে। তারা এতটাই আত্মতুষ্টিতে ভুগছিল প্রথমে সেরা দলটি পাঠাতে চায়নি, এতই আত্মতুষ্টি ছিল। বাংলাদেশের সেরা দলের কাছে ভারতের সেরা দল হেরেছে। খুবই নতজানু হয়ে হেরেছে। দুটো ম্যাচে বাংলাদেশ যে আধিপত্য নিয়ে জিতেছে, এটা সত্যিই খুব প্রশংসনীয়।

বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ইংল্যান্ড দলে ব্যাপক রদবদল হয়েছে, এখন ভারতেও এরকম কিছু হবার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে ভট্টাচার্য বলেন, বাংলাদেশে আসার আগে ভারত দল এমন সব মনোভাব দেখাচ্ছিল এমনকি কোচ রবি শাস্ত্রীসহ সবার কথার মধ্যেই এক ধরনের অহংকার দেখাচ্ছিল, এমন সব কথা বলছিল যেটা আসলে ঠিক নয়। এমনকি মেলবোর্নে বাংলাদেশের পারফরম্যন্স, হারের পর তাদের বক্তব্য, সব মিলিয়ে ভারতের উচিত ছিল অহংকার না করে বিষয়টাকে সিরিয়াসলি নেয়া এবং দেখানো যে সুন্দরভাবে আমরা জিতেছি। কিন্তু তা না করে তারা আত্মতুষ্টিতে ভুগেছে।  

এএইচ/এমএস/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।