প্রথম দিনেই আইফোন সিক্সের চাহিদা ৪০ লাখ


প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

দুই বছর আগে আইফোন ফাইভ উদ্বোধনের একদিনের মাথায় ক্রয়ের যে চাহিদা এসেছিল, আইফোন সিক্সের ক্ষেত্রে এসেছে তার দ্বিগুণ। প্রথম দিনেই আইফোন সিক্সের চাহিদা আসে ৪০ লাখ। সংশ্লিষ্টদের মতে, আইফোনের নতুন সংস্করণটি এরই মধ্যে বাজারমাত  করেছে। -খবর রয়টার্স

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, আগামী মাস থেকে ডিভাইসটির সরবরাহ শুরু হতে পারে। আর প্রি-অর্ডারের ডিভাইসগুলো আগামী মাসজুড়ে সরবরাহ করা হতে পারে। প্রথম সপ্তাহেই প্রতিষ্ঠানটি প্রায় এক কোটি আইফোন সিক্স বিক্রি করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

২০১২ সালের সেপ্টেম্বরে উদ্বোধনের প্রথম দিনেই ২০ লাখ আইফোন ফাইভের জন্য সরবরাহ আদেশ দেন গ্রাহকরা। আর বাজারে আসার এক সপ্তাহের মাথায় বিক্রি হয় ৫০ লাখ আইফোন ফাইভ। উভয় দিক দিয়েই আইফোন ফাইভের চেয়ে এগিয়ে রয়েছে আইফোন সিক্স।

বর্তমানে আইফোনের দুটি সংস্করণ আনার কারণে এর বিক্রিও বাড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া ডিভাইসগুলোর নতুন সেবাগুলো গ্রাহকদের আকৃষ্ট করছে বলেও মন্তব্য করেন তারা। রেমন্ড জেমসের বিশ্লেষকদের মতে, ডিভাইসটি বাজারে আসার এক সপ্তাহের মাথায় এর বিক্রি ৯০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

আইফোনের অন্যান্য সংস্করণের তুলনায় আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস নিয়ে অধিক মাতামাতি চলছে। এ মাতামাতির বেশকিছু যৌক্তিক কারণও রয়েছে। অ্যাপল পেসহ ডিভাইসটির অন্যান্য সেবা গ্রাহকদের ডিভাইসটি কিনতে প্রভাবিত করছে। তবে আগামী মাসে বাজারে এলেই বিশ্লেষকদের পূর্বাভাসের সত্যতা প্রমাণ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।