আগৈলঝাড়ায় দুই বখাটের ৬ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ প্রমানিত হওয়ায় দুই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল­াহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের হাসেম আলী ফকিরের ছেলে আমিনুল ইসলাম ও সুজনকাঠী গ্রামের মো.ওয়াজেদ আলী মোল্লার ছেলে নয়ন মোল্লা।

মামলা সূত্রে জানা যায়, ২০১০সালের ৯ মে সকালে রাস্তায় দাঁড়িয়ে আসামিরা স্কুলেগামী ছাত্রীদের উত্যক্ত করছিল। গ্রামবাসী তাদের আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।

আগৈলঝাড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আকতারুজ্জামান তদন্ত করে আদালতে নন জি আর মামলা দায়ের করে। আদালতের বিচারক সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।