মুজাহিদের ফাঁসি বহালে সরব আন্তর্জাতিক গণমাধ্যম
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার খবরটি নিয়ে সোচ্চার আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার সময় সরব ছিল গণমাধ্যম। মঙ্গলবার মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বার্তা সংস্থা এএফপি, রয়টার্স, এপি, বিবিসি, ভয়েস অব আমেরিকা, সিএনএন, আল-জাজিরাসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলগুলোয় খবরটি ফলাও করে প্রচার ও প্রকাশ করা হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, পাকিস্তানের ডনসহ এশিয়ারও বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে খবরটি।
আনন্দবাজার শিরোনাম করেছে ‘প্রাক্তন মন্ত্রীর ফাঁসি বহাল বাংলাদেশে’ প্রতিবেদনে পত্রিকাটি বলেছে- আন্তর্জাতিক যুদ্ধপরাধ আদালত আগেই তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। মঙ্গলবার সেই রায়ই বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত। অধ্যাপক এবং বুদ্ধিজীবী হত্যার প্রধান পরিকল্পক হিসেবে আলি আহসান মহম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখা হল। এর প্রতিবাদে বুধবার বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে জামায়াত।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে ইসলামপন্থীর সাজা বহাল। খালেদা জিয়া সরকারে মন্ত্রী ছিলেন মুজাহিদ এ খবরটিও তারা প্রকাশ করেছে। সেই সঙ্গে মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রয়টার্স কে জানিয়েছেন, তারা রায়ের কপি পেলে রিভিউ আবেদন করবেন। তার অপর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরও এএফপির কাছে রিভিউ আবেদনের বিষয়টি জানিয়েছেন। সংবাদসংস্থাগুলো জামায়াতের ডাকা বুধবারের হরতালের বিষয়টিও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পিটিআই, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ডেকান ক্রনিকলসহ প্রধান সব সংবাদপত্রের ওয়েবসাইটে এবং এনডিটিভিসহ টেলিভিশন চ্যানেলগুলোর শিরোনামে খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।
এ ছাড়া এবিসি নিউজ, ফক্স নিউজ, ওয়াশিংটন টাইমস, শিকাগো ট্রিবিউন, ব্লুমবার্গসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খবরটি ফলাও করে প্রকাশ করে।
এসএইচএস/এএইচ/আরআই