ধর্ষিত নারী পুলিশ সদস্যের ফরেনসিক টেস্ট সম্পন্ন


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৪ জুন ২০১৫

রাজধানীর খিলগাঁওয়ে ‘গণধর্ষণের’ শিকার তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবলের ফরেনসিক টেস্ট সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী বিলকিস বেগম সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, রোববার তার ফরেনসিক টেস্ট সম্পন্ন করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। তবে এ নারী পুলিশ সদস্য কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আবোল-তাবোল বকছেন। তাই সোমবার তাকে মানসিক চিকিৎসক দেখানো হবে বলেও জানালেন বিলকিস বেগম।

ধর্ষণের অভিযোগ আনা ওই নারী পুলিশ সদস্য জানান, ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কলিমুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। পরে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। কলিমুর রহমান বুধবার রাতে তাকে ডেকে তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে যান। সেখানে কলিমুর রহমানসহ আরো কয়েকজন মিলে সারারাত তাকে ধর্ষণ করেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।

# খোঁজ নেই সেই এএসআইয়ের!

এসএ/বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।