পাকিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় ২০ জঙ্গি নিহত


প্রকাশিত: ১১:১২ এএম, ১৩ জুন ২০১৫

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি উপজাতীয় অঞ্চলে বিমান হামলায় ২০ জঙ্গি নিহত হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী এ হামলা চালায়।

বিদ্রোহীদের বিরুদ্ধে গতবছর শুরু হওয়া বড় ধরনের অভিযান পরিচালনার অংশ হিসেবে এ হামলা চালায় পাকিস্তান সামরিক বাহিনী।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, উপজাতীয় অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় এ হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলায় কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে। তবে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ থাকায় স্বাধীনভাবে সামরিক বাহিনীর তথ্যটি যাচাই করা যায়নি।

আফগানিস্তানে ২০০১ সালের শেষের দিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর পাকিস্তান গত এক দশক ধরে দেশীয় ইসলামপন্থী বিদ্রোহীদের মোকাবেলা করছে।

পাকিস্তান সেনাবাহিনী গত বছরের জুন থেকে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরণের অভিযান শুরু করেছে।

একে/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।