সরকারবিরোধী আন্দোলনে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন আব্বাস


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বিগত দিনে সরকারবিরোধী আন্দোলনে নিজের ব্যর্থতা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা বলে থাকি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দেশনেত্রী ডাক দিলেই আমরা রাজপথে নেমে আসব। এসব হিপোক্রেসি আমাদের ছাড়তে হবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার দুপুরে এক মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এ মহাসমাবেশের আয়োজন করে। সকাল ১১টায় চিত্র প্রদর্শণীর মধ্য দিয়ে এ সমাবেশ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আকতার হোসেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা দেশনেত্রীকে কেন বলতে পারি না, আমরা প্রস্তুত আছি। এবার আপনি রাজপথে নেমে আসুন।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অপরাধী। ২৯ ডিসেম্বর যখন নেত্রীকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি সেদিন আমি কিছুই করতে পারিনি। আমরা কেন বুঝিনি যে নেত্রীকে বের হতে দেওয়া হবে না। তিনি বের হতে চাইলে তাকে বাধা দেওয়া হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।