সিরিয়ায় আইএস বিরোধী হামলায় একই পরিবারের ৭ জন নিহত


প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০৮ জুন ২০১৫

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ সন্তান নিহত হয়েছেন। সেখানে রাতে এ হামলা চালানো হয়। সোমবার একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানান।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক গ্রুপ জানায়, এনিয়ে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়ালো। গত সেপ্টেম্বর মাসে সেখানে তারা বিমান হামলা শুরু করে।

ওই পর্যবেক্ষক গ্রুপ জানান, আলেপ্পো প্রদেশের দালি হাসান গ্রামে জোটের এক বিমান হামলায় ওই পরিবারের সদস্যরা নিহত হয়।

তিনি বলেন, গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলা শুরুর পর থেকে এতে বেসামরিক লোক নিহত হওয়ার সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৩২ জন নারী ও ৪৮ জন শিশু।

গত মে মাসে ওই পর্যবেক্ষণ সংস্থা জানায়, আলেপ্পো প্রদেশের বিরমাহল গ্রামে মার্কিন জোটের বিমান হামলায় কমপক্ষে ৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এদের প্রায় অর্ধেক শিশু ছিল।

উল্লেখ্য, সিরিয়া সংঘাত শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।