দুর্যোগ মোকাবেলায় জাতীয় জরুরি কেন্দ্র নির্মাণ করা হবে


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৪ জুন ২০১৫

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শীর্ষ পর্যায়ের কমান্ড ও অপারেশন পরিচালনার জন্য সরকার ‘ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার’ করার পরিকল্পণা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় দুর্যোগ মোকাবিলা কাউন্সিলের বিগত সভায় এ পরিকল্পণা গ্রহণ করা হয়।

সভায় উল্লেখ করা হয় জাতীয় পর্যায়ে ব্যাপক আকারের প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হলে শীর্ষ পর্যায় থেকে একক কমান্ড ও অপারেশন পরিচালনার জন্য এ ধরণের সেন্টার বাংলাদেশের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে। এটি গঠন করা হলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মানে উন্নীত হবে।

প্রাকৃতিক দুর্যোগ বিশেষত ভূমিকম্পে বাংলাদেশ জাপানের কাছে সহযোগিতার ধরণ ও ক্ষেত্র সম্পর্কে অবহিত হতে জাইকার একটি প্রতিনিধিদল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামালের সঙ্গে মতবিনিময় করেন। জাইকার স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক সম্পর্ক বিষয়ক প্রতিনিধি কেনজি তানাকার নেতৃত্বে প্রতিনিধিদলে জাপানের কয়েকটি সহযোগি সংস্থার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এ সময় জাপানের আদলে বাংলাদেশে “ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার” করার বিষয়ে জাপানের সহযোগিতা চান। এছাড়াও ভূমিকম্প মোকাবিলায় জাপানের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণে সহযোগিতার জন্য জাপানের সহযোগিতা চাওয়া হয়।

ভূমিকম্পে বাংলাদেশকে সহযোহিতার ধরণ ও ক্ষেত্র সনাক্ত করতে জাপান জরিপ করছে বলে এ সময়ে জাইকা প্রতিনিধিদল সচিবকে অবহিত করেন। বিশেষত ভূমিকম্পে জরুরী সাড়াদানের জন্য অবকাঠামোগত এবং উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সহযোগিতা করতে জাপান আগ্রহী বলে প্রতিনিধিদল সচিবকে অবহিত করেন। এছাড়াও ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণে সহযোগিতা করতেও তারা আগ্রহী বলে সরকারকে অবহিত করেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।