উপনির্বাচনে পাকিস্তানে পিটিআই প্রার্থী জয়ী


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া আসনে উপনির্বাচনে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী ইহতিশাম জাভেদ আকবর জয়ী হয়েছেন। সোমবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফলাফলে বলা হয়েছে, বিজয়ী প্রার্থী জাভেদ আকবর পেয়েছেন ৩৭ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুরিদ কাজিম শাহ পেয়েছেন ৩২ হাজার ৬৪০ ভোট। তবে শাহ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ও জেইউআই-ফজলের সমর্থন পেয়েছেন। ১০৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন বলেছে, ভোটার উপস্থিতি ছিল ৬০ শতাংশ। আসনটিতে ১ লাখ ২৭ হাজার ৬১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৯ হাজার ৩ জন পুরুষ এবং ৫৮ হাজার ৬১৪ জন নারী। উপনির্বাচনে মোট ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।