দিনাজপুরে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৬ বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দশ ঘন্টা পর বিজিবির কাছে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের হস্তান্তর করে বিএসএফ।
আটককৃতরা হলেন- হালিম, বিশ্বদেব, নরকেশস্বর, রাজেস্বর, মতিউর,ও সুভাষ রায়। এরা সবাই ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া ও নরশিংদী জেলার বাসিন্ধা।
জানা যায়, হিলি ভারত সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন ভারত অভ্যান্তরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার জাফর উলাহ ও হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আ: মান্নান। পরে ওই বৈঠক শেষে আটক ৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি জানায়, আটককৃতরা সকালে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। আটককৃত ৬ জনকে হাকিমপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।