আইপিএলের ফাইনালে চেন্নাই


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৩ মে ২০১৫

দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই। ২৪ মে রোববার কলকাতায় আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির সিএসকে।

শুক্রবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে তারকা ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৩৯ রান তোলে ব্যাঙ্গালোর। ক্রিস গেইল ৪৩ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। বিরাট কোহলি ১২ ও এবি ডি ভিলিয়ার্স ১ রানেই ফিরেছেন। এছাড়া দিনেশ কার্তিক ২৮ ও সরফরাজ খান ৩১ রান করলেও সংগ্রহটা খুব বড় হয়নি। চেন্নাইয়ের পক্ষে আশিষ নেহরা ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

আরসিবির দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ে পৌঁছে যায় চেন্নাই। আইপিএলের আট আসরে এটি মহেন্দ্র সিং ধোনির দলের ষষ্ঠ ফাইনাল। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে মাইক হাসির ব্যাট থেকে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।