শেরপুর পৌরসভা মেয়র জেলহাজতে


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ মে ২০১৫

হরতাল ও অবরোধে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুণ্ডুকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার তিনি আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) খন্দকার এ টি এম তোফায়েল আহম্মেদ জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সরকারবিরোধী লাগাতর অবরোধ ও হরতাল চলাকালে শেরপুর উপজেলার মহিপুর, ঘোগাবটতলা ও মির্জাপুরে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে গত ২৭ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতি এলাকার ট্রাক চালক ফজলুল হকের দায়ের করা মামলাটি অভিযোগপত্র দাখিল করে থানা পুলিশ। ওই মামলায় তিনি সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, গত ১৭ মে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল হক পৌর মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া অপর দুই মামলা এখনও তদন্তাধীন রয়েছে।

লিমন বাসার/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।