চার বছরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ
কোন প্রকার অতিরিক্তি বরাদ্দ ছাড়াই চার বছরের মধ্যে সারা দেশকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সংসদে হুইপ আতিউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকারের মন্ত্রণালয় ও বিভাগের কাছে বকেয়ার পরিমাণ ৪০১ কোটি টাকা এবং আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ৪০৫ কোটি টাকা। উল্লেখযোগ্য বকেয়ার মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে ২৭৯ কোটি ৪৫ লাখ টাকা, গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ১১০ কোটি ২৬ লাখ টাকা, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে ৬৩ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে ৪৩ কোটি ২৩ লাখ টাকা।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩৯ কোটি ৪১ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি ৪৯ লাখ টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি ৭৮ লাখ টাকা, ধর্ম মন্ত্রণালয়ের কাছে ২৪ কোটি ৪৩ লাখ টাকা, যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ২০ কোটি ১১ লাখ টাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ১৭ কোটি ৯৭ লাখ টাকা।
বকেয়া আদায়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।