হজ যাত্রীদের পরিবহন সুবিধায় প্রাণ ফ্রুটো


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

পবিত্র হজ উপলক্ষ্যে হাজিক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত হজ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থা করছে প্রাণ ফ্রুটো। প্রাণ বেভারেজ লিমিটেড এর হেড অফ মার্কেটিং আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হজযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস ও একটি মাইক্রোবাসের ব্যবস্থা করেছে প্রাণ ফ্রুটো। চলতি বছর হজের শেষ ফ্লাইট পর্যন্ত এই সুবিধা হজযাত্রীদের জন্য থাকবে।

এ বছর প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজের উদ্দেশ্যে পবিত্র মক্কায় গমন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৬০০ জন এবং অবশিষ্টরা ৮৩৫টি হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে যাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। হজ শেষে ২৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।