নিজ দলের সিনেটরদের বিরোধীতায় আটকে গেল ওবামার বিল


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৩ মে ২০১৫

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বিল তার নিজ দলের সিনেটরদের বিরোধীতা মুখে  আটকে গিয়েছে।

মঙ্গলবার অনুমোদনের জন্য সিনেটে বিলটির পক্ষে-বিপক্ষে ৫২-৪৫ ভোট পড়ে। কিন্তু বিতর্ক শুরু করার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পেতে প্রস্তাবটি ব্যর্থ হয়। টিপিপি চুক্তিতে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে ওবামার ডেমক্রেট দল। তাই ওবামা তথাকথিত ‘ফাস্ট ট্র্যাক’ আইন পাসের জন্য বিরোধী রিপাবলিকানদের ওপর নির্ভর করেছিলেন। এ আইনের ফলে কংগ্রেস তখন টিপিপি নিয়ে ভোটের আয়োজন করতে পারবে।

বিলটি অনুমোদন না হওয়ার এই ঘটনাকে প্রেসিডেন্ট ওবামার আন্তঃপ্রশান্ত মহাসাগর অঞ্চলীয় বাণিজ্য প্রস্তাবের জন্য বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এশিয়ার উত্থান মোকাবিলা করতেই টিপিপি প্রস্তাব করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

নিজ দলের সিনেট সদস্যরা বিরোধিতা করায় ওবামা প্রশাসন টিপিপি বিলটি আইনে পরিণত করে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।