অনন্ত’র ফেসবুক টাইমলাইন যেন এক শোকবই!
খুন হওয়ার কয়েক মিনিট আগে নিজের ফেসবুক টাইমলাইনে একটা স্ট্যাটাস লিখেছিলেন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। এর আগে সোমবার রাত ৯ টা ৪০মিনিটে লিখেছিলেন আরেকটা। এই দুই স্ট্যাটাস এখনও আছে তার ফেসবুক টাইমলাইনে কিন্তু তিনি আর নেই। তার সে টাইমলাইন এখন যেন শোকের এক কবিতা। হয়ত এক শোকবই যেখানে অন্যরা লিখছে কেবল শোকগাঁথা। কেউ আবার প্রতিবাদের স্থান হিসেবেও বেছে নিয়েছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে। সবই অনন্ত বিজয়কে ঘিরে। কিন্তু তিনি আর দেখবেন না।
ইতিমধ্যে অনেকেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে Memorialization Request অপশনের জন্যে রিপোর্ট করেছেন। ফলে বন্ধ হয়ে যাবে টাইমলাইন। অনন্ত বিজয় যেমন নিজে লিখবেন না, ঠিক তেমনি অন্যরাও কেউ লিখবে না তার টাইমলাইনে।
শোকবাক্যে অনেকেই বিভিন্নভাবে তাদের দুঃখ আর বেদনার কথা লিখছেন। প্রতিবাদ আর ঘৃণা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জন্য। তার টাইমলাইনে লেখা কয়েকটি স্টাটাস নিচে তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকের জন্য।
জাবেদ আহমেদ লিখেছেন, দাদা (অনন্ত) তোমার জন্য কিছুই করতে পারলাম না। জন্তুতে পরিপূর্ণ এ জনপদে তোমার মত লোক মানায় না। এখানে বাস করতে হলে জন্তু হওয়া লাগে।
শুভ্র মাহমুদ লিখেছেন, আমরাও আসছি দাদা, অপেক্ষা করো।
রাসেল জেডিপি নামের একজন আশঙ্কা প্রকাশ করেই লিখেছেন, যেসব গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা অথবা রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রোফাইল এখন ঘাটাঘাটি করছ তাদের প্রতি রইলো তীব্র ঘৃণা।
বিপ্লবীদের কথা আইডি থেকে দুইটা ছবি পোস্ট দেওয়া এক স্ট্যাটাস শেয়ার দিয়ে লিখেছেন, এই সুন্দর মুখখানি ও তার মধ্যে বসবাস করা মানুষটির সুন্দর চেতনা, অসুন্দর অশুর সহ্য করতে পারলো না। তাই এই সুন্দর মুখচ্ছবিতে লাল রক্তের দাগ দিয়ে অসুন্দরের পক্ষে জয়কেতন উড়াবার নিরলস আশুরীয় বর্বরতা চলছে...
সুদীপ বাঙালি লিখেছেন, বিকারগ্রস্থ রাষ্ট্র এভাবে তোমাকেও...প্রিয় অনন্ত?? আমি, আমরা রওনা করেছি দাদা, একটু অপেক্ষা কর, খুব শীঘ্রই চলে আসবো তোমার কাছে ।
উৎসব এইচ প্রণয় লিখেছেন, ভাবতে পারছিনা যে আপনি আর আমাদের মাঝে নেই! তিন ঘণ্টা আগে আপনার স্ট্যাটাসটা পড়ে ক্লাসে গিয়েছিলাম, আর এখন এসে দেখি...মানুষের জীবনের মূল্য এতোটাই কম? নূন্যতম বেঁচে থাকার অধিকারটাও আমরা পাব না!!
রোজি আক্তার লিখেছেন, আমি আমরা রওনা করেছি দাদা। একটু অপেক্ষা কর। খুব শীঘ্রই চলে আসবো তোমার কাছে ।
আশিক সৌরভ আক্ষেপ করে লিখেছেন, ভুল দেশের রত্ন আপনি দাদা। মাফ করে দেবেন।
সপ্তর্ষি দাস লিখেছেন, দাদা তুমি পরাজিত হওনি। পরাজিত আমরা। পরাজিত খুনিরা।
ছামির মাহমুদ/এসএস/এমএস