মোদির সঙ্গে চীন সফরে তিন মুখ্যমন্ত্রী


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৮ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীন সফরে যাচ্ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে তারা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন না।

আলাদাভাবেই বেজিংয়ে যাবেন ওই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে বেজিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

আগামী ১৪ মে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। গত বুধবার আনুষ্ঠানিকভাবে তার চীন সফরের কথা ঘোষণা করা হয়৷ মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোয় এ কথা জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর আসলে মোদির ত্রিদেশীয় বিদেশ সফর। চীন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী যাবেন পার্শ্ববর্তী দেশ মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও।

চীনা মাইক্রোব্লগিং সাইটে মোদি বলেন, দুই প্রাচীন সভ্যতা ও বৃহত্তম উন্নয়নশীল দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করতে চীন সফরের দিকে তাকিয়ে আছি’।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।