ভয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৪ শিক্ষার্থী


প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৬ মে ২০১৫

দরজা বন্ধ থাকায় ক্লাস রুম থেকে বের হতে না পেরে ভয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার স্কুলছাত্রী। মঙ্গলবার রাতে অসুস্থ্ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়।  
    
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ৪ ছাত্রী সুমাইয়া আক্তার সুমি (১৩), উম্মে মাবিয়া বিন্দু (১৩), কনক জাহান মিলি (১৩) ও সাবিহা সুলতানা আঁখি বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক লুৎফর রহমানের কাছে প্রাইভেট পড়ে থাকে। তিনি স্কুল ছুটির পর বিদ্যালয়ের একটি কক্ষে তাদেরকে প্রাইভেট পড়িয়ে থাকেন। মঙ্গলবার প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে তিনি ওই কক্ষের দরজায় তালা লাগিয়ে দিয়ে বাড়িতে চলে যান। এসময় তিনি ছাত্রীদের পড়া শেষে পেছনের গেট দিয়ে বাড়ি চলে যাওয়ার কথা বলেন। পড়া শেষে ছাত্রীরা বের হতে গিয়ে দেখে পেছনের গেটে দারোয়ান আগেই তালা দিয়ে বাড়ি চলে গেছে। ফলে দীর্ঘক্ষণ তারা স্কুলের ভেতরে আটকা পড়ে থাকে। বের হতে না পেরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ভয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়ে।

এদিকে মেয়েরা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে না ফেরায় অভিভাবকরা খোজাখুজির এক পর্যায়ে রাত ৮টার দিকে অসুস্থ্য অবস্থায় তাদেরকে স্কুল থেকে উদ্ধার করে। পরে তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ভয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে যাবে।
 
সালাউদ্দীন কাজল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।