আশাশুনিতে পুলিশের গুলিতে ডাকাত গুলিবিদ্ধ : অস্ত্র উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কবির সরদার (৪০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এতে পুলিশেরও দুই সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আশাশুনি উপজেলার কুলতিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কবির সরদার আশাশুনি উপজেলার আগরদাড়ী গ্রামের মৃত জাফর সরদারের ছেলে।
পুলিশের দাবি, কবির সরদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাত দেড়টার দিকে উপজেলার শোভনালী ও বুধহাটা এলাকায় রণপাহারার সময় কুলতিয়ার মোড় এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলিবর্ষণ করে ডাকাতেরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবির সরদারকে আটক করে।
গুলিবিদ্ধ ডাকাত কবির সরদার ও আহত দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএএস/পিআর