পৌরসভার বিল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ


প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

যশোরের বেনাপোল পৌরসভায় বৃহস্পতিবার থেকে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন বিল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা প্রদানের উদ্বোধন করেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ উপলক্ষে দুপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে পৌরসভার এক চুক্তি স্বাক্ষরিত হয়।

পৌরসভার অডিটোরিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। পৌরসভার সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল হক।

পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও পানির বিল ইউ ক্যাশ পদ্ধতিতে পরিশোধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হাসান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মহসিন মিলন, শিক্ষাবিদ মাস্টার শহিদুল্লাহ প্রমুখ।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।