পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৯ আগস্ট ২০১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে দেশটির সরকার। লাহোরের মডেল টাউনে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) ১১ সমর্থক নিহতের ঘটনায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়। খবর ডননিউজের।

অপরাধমূলক কর্মকাণ্ড, হত্যায় জড়িত, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের ৪১৯, ১৪৮, ২৩৪, ৩০২ ও ১০৯ নং ধারায় লাহোরে এফআইআর’টি (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়।

এফআইআর-এ প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে দেশটির পার্লামেন্টে এক বিতর্কে মামলা দায়েরের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

এদিকে দেশটির পার্লামেন্টের বাইরে নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবারও আন্দোলন অব্যাহত রেখেছে ডা. তাহিরুল কাদরির পিএটি ও ইমরান খানের পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।