বিহার পুলিশকে পথ দেখাবে রানির ‘মর্দানি’
বিহারের পুলিশ কর্মীরা মর্দানি দেখবেন। তাদের জন্য বিশেষ শোর আয়োজনে বিহারের সব জেলার পুলিশ সুপার, জিআরপি এসপি ও বিহার মিলিটারি পুলিশ (বিএমপি) এর কমান্ড্যান্টসদের নির্দেশ দিয়েছেন রাজ্যের সিআইডি ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে।
রাজ্যে মানব পাচার মোকাবিলার ব্যাপারে শিক্ষা অর্জনের জন্য রানী মুখার্জি অভিনীত এই সিনেমা পুলিশ কর্মীদের দেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অরবিন্দ পান্ডে বলেন, ‘মানব পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। যৌন ব্যবসা, অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসা, শিশু ও খতবন্দি শ্রমিকের মতো বিষয় এই চরম অপরাধের সঙ্গে জড়িত। মর্দানি সিনেমার প্রধান চরিত্র যেভাবে একটি পাচার চক্র ভেঙেছে, তা প্রশংসার দাবি রাখে। পুলিশ কর্মীরা এই সিনেমা থেকে শিক্ষা নিতে পারবেন।’
মহিলা ও শিশুসহ সমাজের দুর্বলতর শ্রেণির বিরুদ্ধে অপরাধ মোকাবিলাসংক্রান্ত কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে অরবিন্দ পান্ডের। কয়েকদিন আগে তিনি মর্দানি সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সিনেমা দেখে তার চোখ খুলে যায়।
পান্ডে বলেন, ‘তারা বিহারে অনেক পাচার চক্রের হদিস করেছেন, বহু নারী ও শিশুকে উদ্ধারও করেছেন। আর এই কাজ করতে গিয়ে পুলিশকে অনেক সময়ই বিপদের মুখে পড়তে হয়। কিন্তু এই কাজ করার সময় পুলিশদের অনেক বেশি আবেগ, বুদ্ধিমত্তা ও দক্ষতার সঙ্গে করতে হবে। মর্দানিতে রানী মুখার্জির ভূমিকা এ ক্ষেত্রে উদাহরণস্বরূপ ও প্রেরণাদায়ক।’