বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

১৬ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দল এবং দেশের ক্রিকেটপ্রেমী দর্শক ভাসছে আনন্দের বন্যায়। সেই সঙ্গে বিশ্বের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে এসেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের সংবাদ।

বিখ্যাত আল জাজিরা অনলাইন একে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ জয় বলে উল্লেখ করে তাদের শিরোনাম করেছে- পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করলো

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডন বাংলাদেশের এই জয়ে পাকিস্তানের জন্য করুণা প্রকাশ করে তাদের শিরোনাম করেছে। তারা লিখেছে- বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে পাকিস্তানের করুণ দশা

ইএসপিএন ক্রিকইনফো তাদের শিরোনাম করেছে তামিম ইকবালের প্রশংসা করে। লিখেছে- তামিমের শতক বাংলাদেশকে এনে দিল সিরিজ জয়

এএফপি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে- পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

নিউ জিল্যান্ড হেরাল্ডও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের জয় এবং ম্যাচের স্কোর প্রতিবেদন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।