ইউরেনিয়াম সদৃশ পদার্থ উদ্ধার : আটক ১১


প্রকাশিত: ১০:০৯ এএম, ২৪ আগস্ট ২০১৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউরেনিয়ামসদৃশ পদার্থ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটকও করেছে তারা। তবে উদ্ধার হওয়া পদার্থ ইউরেনিয়াম কি না সে বিষয়ে নিশ্চিত হতে, বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বস্তুটি একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখবে। তিনি বলেন, আটক হওয়া এগারো জনই একটি প্রতারক চক্রের সদস্য। এরা ইউরেনিয়াম বিক্রির নাম করে ক্রেতাদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিতো বলে দাবি পুলিশের। তাদের ধারণা দেশের বাইরে থেকে এই বস্তু নিয়ে আসা হয়েছে। তবে কোন দেশ থেকে কিভাবে এই তেজষ্ক্রিয় বস্তু বাংলাদেশে আসলো, সে ব্যাপারেও এখনও কিছু জানে না পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।