দ্রুত গতিতে চলছে পদ্মা সেতুর কাজ


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

বাস্তবায়িত হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। কাজ চলছে দ্রুত গতিতে। ইতোমধ্যে সম্মুখ সড়ক ও এর আশপাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুটি সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। হবে অর্থনৈতিক উন্নয়ন, আর বেকার যুবকরা খুঁজে পাবেন কর্মসংস্থান।

সকল বাঁধা উপেক্ষা করে শুরু হয়েছে পদ্মা বহুমুখী সেতুর কাজ। এর মধ্যে সম্মুখ সড়কের কাজ ৫০ ভাগ শেষ হয়েছে। আর কালভার্ট ও আন্ডারপাসের কাজও শেষ হয়েছে প্রায় ৮০ ভাগ। এ কাজের অগ্রগতি দেখে খুশি এলাকাবাসী।

এদিকে সম্মুখ সড়ক, কালভার্ট, আন্ডারপাসের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য শ্রমিকরা ওভার টাইম নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন পদ্মা সেতুর সম্মুখ সড়কে কর্মরত প্রকৌশলী।

মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জাগো নিউজকে জানান, পদ্মা সেতু হওয়ার ফলে শিক্ষিত জনগোষ্ঠীর কাজের অনেক ক্ষেত্র সৃষ্টি হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালে পদ্মা সেতুর কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করে দেবে সরকার, এমন প্রত্যাশা সবার।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।