ইতালিতে মিষ্টি বিতরণ


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১২ এপ্রিল ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করায় ইতালি আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করেছেন। শনিবার রাতে ফাঁসিতে ঝোলানোর পরপরই আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উৎফুল্ল হয়ে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় বরগুনা ১৩ সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা স্বাধীনতাবিরোধীদের স্বপক্ষে কাজ করেছেন ও দেশের সাথে বেঈমানি করেছেন তারা বিচার পাচ্ছেন। যুদ্ধাপরাধী অভিযুক্ত সকলকে তাদের ফল ভোগ করতে হবে।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, মিজানুর রহমান, প্রবীণ নেতা লুৎফুর রহমান, এম এ রব মিন্টু, আবু তাহের, মেহেদী হাসান প্রমুখ।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।