আইএসআইএল মুসলমান নয় : এরদোগান


প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৮ এপ্রিল ২০১৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, আমি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে মুসলমান বলে মনে করি না এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে এক সাক্ষাতে তিনি এ মন্তব্য করেছেন। রিসেপ তাইয়্যেব এরদোগান বলেন, আমি আইএসআইএল-এর অপরাধযজ্ঞের নিন্দা জানাই।

অথচ তুর্কি সরকার আইএসআইএলকে ব্যাপক সহায়তা দিয়ে আসছিল বলে বিভিন্ন সময় নির্ভরযোগ্য সূত্র থেকে নানা খবর প্রকাশিত হয়েছে।
 
তুরস্কের উচ্চ পদস্থ এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তুর্কি প্রেসিডেন্ট আজ একদিনের এক সরকারি সফরে ইরানে এসেছিলেন।

তিনি তেহরান-আঙ্কারার অর্থনৈতিক সম্পর্কসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এই সফরে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।