হরতাল না দিতে আবারো আহ্বান শিক্ষামন্ত্রীর


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল ও অবরোধ না দিতে আবারো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথে বাধা সৃষ্টি করবেন না। ছেলেমেয়েরা যেন ভালভাবে পরীক্ষা দিতে পারে সেই সুযোগ সৃষ্টি করে দেন। আমরা আবারো আহ্বান জানাচ্ছি- আর হরতাল ও অবরোধ না দেওয়ার।’

এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল ও অবরোধের নামে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী।

একে/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।