অসহযোগ আন্দোলনের ডাক ইমরান খানের
সরকারের পদত্যাগের দাবিতে পথে নামা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান এবার নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাজধানী ইসলামাবাদের আবপারা চকে অবস্থান নেওয়া হাজারো নেতা-কর্মীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় ইমরান বলেন, আমার জন্য নয়, আপনাদের জন্য আমি এই জন-অসহযোগ ডেকেছি। আমরা ট্যাক্স, বিদ্যুত্ ও গ্যাস বিল দেব না।
নওয়াজকে ইঙ্গিত করে পিটিআইপ্রধান বলেন, এই ব্যবসায়ীদের হাতে, যাঁরা কেবল নিজেদের জন্য অর্থ বানাতে চায়, পাকিস্তানের ভবিষ্যত্ অন্ধকার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গতকাল পিটিআই ও পিএটির সমর্থকেরা তাঁদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজের কৌশল সম্পর্কে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) একজন নেতা জানান, আজ (সোমবার) পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।