ধর্ষণের প্রতিবাদ হলো র‍্যাপ সঙ্গীতে


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৯ মার্চ ২০১৫

ভারতে দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়ছে। সম্প্রতি অভিনেত্রীরাও মুক্তি পাচ্ছেন না। এমন সঙ্কট যখন গগনচুম্বী তখন র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন সেদেশের দু’জন সঙ্গীত শিল্পী পাঙ্খুরি আওয়াস্তি ও উপেকশা জৈন।

ইউ টিউবে ইতোমধ্যেই গত দু’দিনে এক লাখ ৪০ হাজার বার দেখা হয়েছে ভিডিও চিত্রটি। ‘ভারতে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কিছু একটা অবশ্যই করা দরকার,’ বলছিলেন উপেকশা জৈন। নারীর সঙ্গে ঘটে যাওয়া সহিংস যৌন অপরাধ বন্ধ করতেই বান্ধবী পাঙ্খুরি আওয়াস্তিকে নিয়ে একটি র‍্যাপ গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন এই শিল্পী।

ভারতীয় মঞ্চের শিল্পী উপেকশা এবং টেলিভিশন উপস্থাপক পাঙ্খুরি সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান থেকে কিছু করার চিন্তাভাবনা শুরু করেন তারা। শিল্পীরা বলছিলেন, ধর্ষণের সমস্যা কতটা প্রকট সেটি বোঝাতে গানটিতে বেশকিছু সাহসী শব্দ ব্যবহার করা হয়েছে যা মানুষকে নাড়া দেবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।