বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে রাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৩ আগস্ট ২০১৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ হতে দ্রুত ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচী পালন করে।

রাবি শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল তুহিনের পরিচালনায় মানববন্ধনে সভাপতি মিজানুর রহমান রানা বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বেইমানী করে তাকে এবং তার গোটা পরিবারকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তারা তার পরিবারকে শেষ করেদিতে পারেনি। তার যোগ্য উত্তরশুরী ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার খুনীদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে। কিন্তু কয়েকজন বিদেশে পালিয়ে থাকায় তাদের শাস্তি দেওয়া সম্ভব হয়নি।

তাই  অবিলম্বে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করার জোর দাবি জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।  মানববন্ধনে ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।