ইত্যাদি`র ইউটিউব চ্যানেল


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৩ মার্চ ২০১৫

দেশ-বিদেশের অসংখ্য দর্শকের অনুরোধে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় তার অফিসিয়াল ফেসবুকে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই ‘ইত্যাদি’র দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ শুভাকাঙক্ষী একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার জন্য ফাগুন অডিও ভিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে আসছিলেন।

তাদের অভিযোগ, এই পাইরেসির যুগে বিভিন্ন নামের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইত্যাদিসহ বরেণ্য এ নির্মাতার বিভিন্ন অনুষ্ঠান বিনা অনুমতিতে আপলোড করে আসছিল। এসব অনুষ্ঠানের শব্দ ও ভিডিওর মান অত্যন্ত নিম্নমানসম্পন্ন। এসব কারণে দর্শকরাও ‘ইত্যাদি’ দেখার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না। তাই দর্শকদের অনুরোধে গত ১১ই মার্চ বিকাল ৫টা ৪৫ মিনিটে ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে।

এখন থেকে এ চ্যানেলে ‘ইত্যাদিসহ গত ২৬ বছরে হানিফ সংকেত নির্মিত বিভিন্ন অনুষ্ঠান, দর্শকপ্রিয় বিভিন্ন পর্ব, বিভিন্ন সময়ে করা নানা শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, মানবিক ও হৃদয়ছোঁয়া প্রতিবেদন, সচেতনতামূলক নাট্যাংশ বারবার দেখতে পারবেন। এছাড়া দর্শকদের অনুরোধের যে কোন পর্বও এ চ্যানেলে আপলোড করা হবে। দর্শকরাও আর ‘ইত্যাদি’র আসল মজা থেকে বঞ্চিত হবেন না।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।