ধাওয়ান-রোহিতের ব্যাটে জয় দেখছে ভারত
আয়ারল্যান্ডের দেওয়া ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২১ ওভার শেষে বিনা উইকেটে ১৫১ রান। শিখর ধাওয়ান ৭৮ আর রোহিত শর্মা ৫৯ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে কোয়ার্টার ফাইনালের মিশনকে সামনে রেখে আজ মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৫৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৭৫ রান আসে নেইল ও’ব্রায়েনের ব্যাট থেকে।
আয়ারল্যান্ডের বিশ্বকাপ কাটছে স্বপ্নের মত। চার ম্যাচে ছয় পয়েন্ট। আর একটি ম্যাচ জিতলেই দলটি প্রথমবারের মত পৌঁছে যাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এমন সব সমীকরণ নিয়ে ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।
ওপেন করতে নামা দুই ব্যাটসম্যান পোর্টারফিল্ড আর স্টারলিংয়ের মারকুটে ব্যাটে শুভ সূচনা করে আইরিশরা। দলীয় ৮৯ রানে ব্যক্তিগত ৪২ রান করে আউট হন স্টার্লিং। এরপর ২ রান করে জয়েস আউট হলে কিছুটা বিপদে পড়ে আয়ারল্যান্ড। এরপর অধিনায়ক পোর্টারফিল্ড আর নেইল ও’ব্রায়েন ৫৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়।
কিন্তু ৬৭ রান করা পোর্টারফিল্ড আর ৭৫ রান করা নেইল ও’ব্রায়েন আউট হলে বিপদে পড়ে যায় আইরিশরা। শেষ দিকে আর কোন ব্যাটসম্যান রান না পেলে ২৫৯ রানে থেমে যায় আইরিশদের ইনিংস। ভারতের পক্ষে সামি নেন ৩ টি উইকেট।
এমআর/এআরএস