ঢাবিতে ৪টি ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৩ মার্চ ২০১৫

বিশ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ ও ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রক্টর অফিস থেকে পাওয়া তথ্য মতে দোয়েল চত্বরে ১টি, গণিত ভবনের সামনের রাস্তায় ১টি, আই এস আর ভবনের সামনে ১টি এবং মোকাররম ভবনের সামনে ১টি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ককটেলগুলো বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।