জাতীয় ক্রিকেট দল গঠনে খেলোয়াড় নির্বাচন শুরু


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০২ মার্চ ২০১৫

জাতীয় শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনের উদ্দেশ্যে সাভারে জিরানী এলাকার বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, বাংলাদেশ ক্রিকেট বোডের্র সহযোগীতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সোমবার বিকেলে বিকেএসপির ক্রিকেট মাঠে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ।

এসময় তিনি প্রতিবন্ধী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এ প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে সারাদেশ থেকে অংশ নেয়া ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের মধ্য থেকে ২৫ জন খেলোয়াড়কে নির্বাচিত করে তিন মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মনের জোর নিয়ে ক্রিকেট যুদ্ধে অংশগ্রহণ করবেন। যুদ্ধে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম ও মনযোগী হওয়ার কোনো বিকল্প নেই। এ যুদ্ধে হতাশ হওয়ারও কোনো কারণ নাই। আপনাদের সহযোগীতার জন্য বিশ্বের সকলেই এগিয়ে এসেছে।

প্রশিক্ষণ শেষে আপনাদের মধ্য থেকেই গঠিত শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট দলটি আগামী সেপ্টেম্বরে আইসিআরসি আয়োজিত পাঁচ জাতি শারিরীক প্রতিবন্ধী আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মোর্তজা খান, আইসিআরসি ঢাকা এর হেড অফ ডেলিগেশন ক্রিষ্টিন চিপোলা এসময় উপস্থিত ছিলেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।