মানবতা বিরোধী অপরাধে জামালপুরে দুই জামায়াত নেতা গ্রেফতার


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০২ মার্চ ২০১৫

মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুন্যাল-২ এর জারিকরা গ্রেফতারি পরোয়ানায় জামালপুরে দুই জামায়ত নেতা অ্যাডভোকেট শামছুল হক ও এস এম ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে জামালপুর সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

জানা যায়, জামালপুরের জামায়াত নেতা অ্যাডভোকেট শামছুল হক, এস এম ইউসুফ আলী, আশরাফ হোসেন, অধ্যাপক শরিফ আহম্মেদ, আব্দুল মান্নান, আব্দুল বারী, মো. হারুন ও আবুল হাসেমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুন্যাল-২। জামালপুর সদর থানা পুলিশ মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুন্যাল-২ এর জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট শামছুল হক ও জামায়াত নেতা এস এম ইউসুফ আলীকে গ্রেফতার করে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অপরাধ ট্রাইবুন্যাল-২ এর গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।