নারায়ণগঞ্জে পেট্রলবোমা : দগ্ধ একজনের মৃত্যু


প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী পিকআপ ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন অন্য ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ১২ জন শ্রমিক পিকআপে করে পণ্য নিয়ে যাচ্ছিল। তাদের ভ্যানটি রূপগঞ্জের যাত্রামুড়া ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় পাঁচজন দগ্ধ ও একজন আহত হন। দগ্ধদের মধ্যে আহত হেলালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৪টার দিকে একজন মারা যান। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।